পরের মরশুমে আইএসএল খেলার পথে ইস্ট বেঙ্গল, সেল্টিক-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার পথে লাল হলুদ

Sat, 21 Dec 2019-9:23 pm,

শনিবার বিকেলে স্কটিশ ক্লাব সেল্টিক এফসির প্রতিনিধিরা আসেন ইস্টবেঙ্গল ক্লাবে। ক্লাবে এসে ঘুরে দেখে পরিকাঠামো।

তথ্য ও ছবি-সুখেন্দু সরকার

ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আড়াই ঘন্টার ম্যারাথন বৈঠক চলে সেল্টিক এফসির প্রতিনিধিদের।

তথ্য ও ছবি-সুখেন্দু সরকার

সেল্টিক এফসির কমার্শিয়াল ডিরেক্টর আদ্রিয়ান ফেলবির সঙ্গে গাঁটছড়া বাধার ব্যাপারে প্রাথমিক কথাবার্তা বলেন ইস্টবেঙ্গল কর্তারা। ইস্টবেঙ্গলের সঙ্গে কথা বলে বেশ খুশি সেলটিক এফসির প্রতিনিধিরা।

তথ্য ও ছবি-সুখেন্দু সরকার

লাল হলুদ কর্তারা এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ। ইস্টবেঙ্গলের দাবি তাদের কাছে আরো অনেক ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধার অফার রয়েছে।

তথ্য ও ছবি-সুখেন্দু সরকার

কোয়েসের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর যে সমস্যায় পড়েছিলেন লাল-হলুদ কর্তারা তার থেকে শিক্ষা নিয়ে ধীরে সুস্থে পা ফেলতে চান তাঁরা।

তথ্য ও ছবি-সুখেন্দু সরকার

শহরেই থাকছেন সেলটিক এফসি প্রতিনিধিরা। রবিবার দুপুরে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আরেক দফা বৈঠক সারবে সেল্টিক এফসির প্রতিনিধিরা

তথ্য ও ছবি-সুখেন্দু সরকার

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link