Kolkata East West Metro: মধ্যরাত থেকে যাত্রীর লাইন, সেলিব্রেশনের মুডে যাত্রা শুরু গঙ্গাবক্ষে ইস্ট-ওয়েস্ট মেট্রোর
অয়ন ঘোষাল: জলের নিচে মেট্রো। গভীরতম মেট্রো স্টেশন। ১৮৮৪ সালে দেশের প্রথম মেট্রো পাওয়ার ৪০ বছর পর ফের আজ মেট্রো পথে ইতিহাস গড়ল কলকাতা।
এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকতে রাত আড়াইটে থেকে ধর্মতলা মেট্রো স্টেশনে লাইন দিতে শুরু করেন মানুষ। প্রথম যাত্রী হিসেবে এসপ্ল্যানেড স্টেশন থেকে হাওড়া ময়দান গামী টোকেন কিনলেন সল্টলেকের বাসিন্দা পেশায় ব্যবসায়ী রাজীব রায়।
জলের তলায় মেট্রো প্রবেশের মুহূর্তে নীল আলোর ছটা এই উচ্ছ্বাসের মাত্রা যেনো আরও কয়েক গুন বাড়িয়ে দিল। তখন করতালির শব্দে ট্রেন একেবারে সরগরম।
একে একে মহাকরণ, হাওড়া স্টেশন হয়ে ট্রেন হাওড়া ময়দানে পৌঁছাতেই ইতিহাসের সাক্ষী থাকলেন প্রথম ট্রেনের ৪৪১ জন যাত্রী।
একই দিনে চালু হল শহরের অন্য দুই প্রান্তের দুই মেট্রো পথ।
শুক্রবার কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে অরেঞ্জ লাইন মেট্রো যাত্রী নিয়ে পৌঁছে গেল হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড়ে। আর জোকা মেট্রো তারাতলা অতিক্রম করে আজই স্পর্শ করল মাঝেরহাট স্টেশন।