TV In Local Train: পূর্বভারতে এই প্রথম, এবার লোকাল ট্রেনের কামরায় বসল টিভি

Mon, 25 Jul 2022-3:08 pm,

দেশের মধ্যে তৃতীয়। আর পূর্ব ভারতে এই প্রথম। লোকাল ট্রেনের কামরায় বসল টিভি। দেখানো হবে সিনেমা। চলবে গান। মিলবে খবর। থাকবে বিজ্ঞাপন। এবং অবশ্যই রেলের গুরুত্বপূর্ণ ভিডিয়ো ও ঘোষণা। -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল

২০১৩ সালে দক্ষিণ রেলের মাইশুরু থেকে সিমোগাগামী কয়েকটি লোকাল ট্রেনের কামরায় পরীক্ষামূলকভাবে টিভি সেট বসানো হয়। পরে ২০২১ সালে পশ্চিম রেলের প্রায় সব লোকাল ট্রেনে বসানো হয় টিভি। সেই নজির আজ ছুঁয়ে ফেলল পূর্ব ভারতের হাওড়া। সোমবার সকাল এগারোটার হাওড়া-ব্যান্ডেল লোকাল রওনা হল যাত্রীদের বিনোদনের এক অন্যতম প্রধান মাধ্যম টিভি নিয়ে। ১২ কামরার এই ট্রেনের প্রতি কামরায় প্রথম ও শেষ দরজার আগে এমুখ-ওমুখ আড়াআড়িভাবে মোট চারটি টিভি সেট বসল। -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল 

কী কী চলবে টিভিতে?

১. সিনেমা ২. ছায়াছবির গান ৩. সংবাদ ৪. রেলের ঘোষণা ও ভিডিয়ো ক্লিপ (সচেতনতামূলক বা জন বার্তা মূলক) ৫. পরবর্তী স্টেশন ও অন্তিম স্টেশনের ঘোষণা ৬. বিজ্ঞাপন -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল

কারা চালাবেন?

গোটা বিষয়টি দেখাশোনা করবে একটি বেসরকারি সফ্টওয়্যার কোম্পানি। তারা পূর্ব রেলকে ৫ বছরে ট্রেনের পরিসর ব্যবহার করার লিজ বাবদ ২ কোটি ৬৫ লাখ টাকা দেবে। রেল সারাদিনে চলা প্রোগ্রামের ৩০ শতাংশ নিজেদের প্রচার ও কাজে ব্যবহার করবে। বাকি ৭০ শতাংশ প্রোগ্রামে সিনেমা ও গানের পাশাপাশি বিজ্ঞাপন চালিয়ে আয় করবে ওই কোম্পানি। -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল

কটা ট্রেন? মোট কটা টিভি?

আপাতত আগামী ৬ মাসের মধ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ৫০ টি ট্রেনে ৪৮ টি করে টিভি (১২×৪) লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রকল্প সফল হলে শিয়ালদহ শাখাতেও ট্রেনে টিভির দেখা মিলবে।  -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link