শুধু KL Rahul এরই নয়, এই ভারতীয় ব্যাটসম্যানদেরও নাম রয়েছে লর্ডসের অনার বোর্ড`-এ

Sat, 14 Aug 2021-4:04 pm,

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট মক্কা লর্ডসে শতরান করা নিঃসন্দেহে গর্বের। বাইশ গজের প্রতিটি ব্যাটসম্যানই স্বপ্ন দেখেন 'হোম অফ ক্রিকেট'-এ শতরান করার। ইংল্যান্ডের এই ঐতিহাসিক মাঠে আজও এক অনন্য ট্র্যাডিশন বজায় আছে। লর্ডসে কেউ সেঞ্চুরি পেলে বা পাঁচ উইকেট নিলে তাঁর নাম 'অনার বোর্ড'-এ নথিভুক্ত করা হয়। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বিনু মাঁকড় থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় হয়ে সম্প্রতি কেএল রাহুলের নামও যোগ হয়েছে। এই প্রতিবেদনে সেই ভারতীয় ব্যাটসম্যানদের নাম রইল যাঁরা লর্ডসে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনু মাঁকড় প্রথম ক্রিকেটার হিসেবে এই বোর্ডে নিজের নাম লেখান। ১৯৫২ সালে তিনি ১৮৪ রান করেছিলেন।

 

দিলীপ বেঙ্গসরকার একবার নয়, তিনবার লর্ডসে সেঞ্চুরি করেন। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন তিনি।

১৯৯০ ইংল্যান্ড সফরে প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ১১১ বলে ১২১ করেন।

গুন্ডাপ্পা বিশ্বনাথন ১৯৭৯ সফরে ৩৩৭ বলে ১১৩ রান করেন। এই ম্যাচে দিলীপ বেঙ্গসরকারও সেঞ্চুরি করেন।

বিরাট কোহলিদের হেডস্যার রবি শাস্ত্রী  ১৯৯০ সফরে এসে সেঞ্চুরি করেন। এই সফরে মহম্মদ আজহারউদ্দিনও শতরান করেন।

 

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ১৩১ করেছিলেন ১৯৯৬ সালে। লর্ডসে টেস্ট অভিষেকেই ইতিহাস লেখেন সৌরভ।

 তালিকায় এই নামটাই একমাত্র চমক। অজিত আগরকরের ২০০২ সালে ১০৯ রান করেছিলেন।

রাহুল দ্রাবিড় ২০১১ ইংল্যান্ড সফরে এসে ২২০ বলে ১০৩ রান করেন। সেবার সিরিজের সেরাও হন তিনি।

অজিঙ্কা রাহানে ২০১৪ সালে ইংল্যান্ড সফরে এসে ১৫৪ বলে ১০৩ রান করেন।

কেএল রাহুল ১০ নম্বর ভারতীয় হিসেবে লর্ডসের অনার বোর্ডে নিজের নাম লেখান। চলতি লর্ডস টেস্টের প্রথম দিনে শতরানের স্বাদ পান ভারতীয় ওপেনার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link