Esha Deol Divorce: পরকীয়ায় জড়িয়েছেন ভরত? ১১ বছরের দাম্পত্যে ইতি টানলেন হেমাকন্যা এষা...

Soumita Mukherjee Wed, 07 Feb 2024-2:29 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন এষা দেওল ও তাঁর স্বামী ভরত তখতানি।   

২০১২ সালের জুন মাসে বন্ধু ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীর কন্যা এষা দেওল।   

ভরত পেশায় হিরে ব্যবসায়ী। দীর্ঘ ১১ বছর ধরে তাঁদের দাম্পত্য।   

২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা এবং ২০১৯ সালে তাঁদের দ্বিতীয় কন্যা মীরার জন্ম।   

দুই কন্যাকে নিয়ে সুখের সংসার ছিল এষার। সেই সুখের সংসারের ছবি দেখা যেত সোশ্যাল মিডিয়াতেও।  

কিন্তু এরই মাঝে তাঁদের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন। এষার স্বামী ভরত নাকি পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন, এমনটাই খবর।   

বেঙ্গালুরুতে প্রেমিকার সঙ্গে লিভ ইনে রয়েছেন ভরত। এরপরেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এষা। শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী।  

সম্প্রতি গদর টুয়ের পার্টি ও হেমা মালিনীর জন্মদিনে ভরতকে দেখা না যাওয়ার পরেই এষা ও ভরতের সম্পর্ক নিয়ে শোনা যায় নানা জল্পনা।   

অবশেষে সেই জল্পনাকে সত্যি বলে ঘোষণা করলেন এষা ও ভরত।   

যৌথ বিবৃতিতে এষা ও ভরত বলেন, ‘‘আমার যৌথসম্মতিতে শান্তিপূর্ণ ভাবে আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এই সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।’’

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link