ভারতীয় ফুটবল দলের কোচের দৌড়ে ইউরোপের হেভিওয়েটরা
এএফসি এশিয়ান কাপের পরই ভারতীয় দলের কোচের মেয়াদ শেষ হয় স্টিফেন কনস্টানটাইনের।
ভারতীয় দলের কোচ হতে ঝাপাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশের হেভিওয়েট কোচেরা। ইতিমধ্যেই প্রায় ৪০ জন কোচের আবেদন জমা পরেছে ফেডারেশনে। সূত্রের খবর, ভারতে কাজ করে যাওয়া কোনও কোচকেই দায়িত্ব দিতে চায় এআইএফএফ।
ভারতের কোচ হতে চেয়ে আবেদন করলেন ইতালির জিওভানি ডি বিয়াসি।
সুনীলদের কোচ হতে চেয়েছেন সুইডেনের হাকান এরিকসন।
ভারতীয় ফুটবলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ডাচ কোচ এলকো স্যাটোরিও দৌড়ে রয়েছেন। আইএসএলে নর্থ ইস্টের ইউনাইটেড এফসি-র কোচ তিনি।
ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্রাক্তন কোচ ইগর স্টিমাচও।
সুনীলদের কোচ হতে চান বেঙ্গালুরুর প্রাক্তন কোচ অ্যাসলে ওয়েস্টউডও।
সুনীলদের কোচ হওয়ার জন্য আগেই আবেদন করেছিলেন বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন কোচ আলবার্তো রোকা।