ক্রিপ্টোকারেন্সি কী? জেনে নিন এর সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য
২০১৮ সালের জুলাই মাসে ভারতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই)। কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই পরবর্তীকালে লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে বিটকয়েন-সহ একাধিক ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা।
ক্রিপ্টোকারেন্সি কী? ক্রিপ্টোলজি (কম্পিউটার বিজ্ঞানের একটি বিশেষ শাখা) ব্যবহার করে যে ডিজিটাল মুদ্রা তৈরি করা হয়, তাকেই ক্রিপ্টোকারেন্সি বলে।
বিটকয়েন কী? প্রথম ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি হিসাবে ভার্চুয়াল দুনিয়ায় আত্মপ্রকাশ করে বিটকয়েন। ২০০৯ সালে সাতোশি নাকামোতো প্রথম বিটকয়েন ব্লক তৈরি করেন।
বিটকয়েনের বাজার মূল্য কত? ৪ মার্চ, ২০২০-এর হিসাবে ১ বিটকয়েনের মূল্য ভারতীয় মূদ্রায় ৬ লক্ষ ৪২ হাজার ৫০৬ টাকা ৫৮ পয়সা।
কী ভাবে ক্রিপ্টোকারেন্সির মালিক হবেন? কোডিং-এ অত্যন্ত দক্ষ হলে আপনি নিজেই ক্রিপ্টোকারেন্সির ‘মাইনিং’ করতে পারেন। এ ছাড়াও নিজের ব্যাঙ্ক আ্যাকাউন্ট ব্যবহার করেও ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন।