সর্বনাশ! ব্যক্তিগত তথ্য ফাঁস, Facebook password বদল করার পরামর্শ বিশেষজ্ঞদের

Sun, 04 Apr 2021-1:55 pm,

নিজস্ব প্রতিবেদন: সর্বনাশ! ফেসবুক (Facebook) ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস। আবারও কাঠগোড়ায় এই জায়েন্ট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। জানা গিয়েছে, প্রায় ৫৩ কোটি ৩০ লক্ষ ইউজারের তথ্য ফাঁস হয়েছে ইন্টারনেটে। যার আওতায় রয়েছে ফোন নম্বর, পুরো নাম, জন্ম তারিখ-সহ একাধিক তথ্য। 

একটি অনলাইন হ্যাকিং সাইট ফেসবুকের অন্দরমহলে ঢুকে তথ্য বের করে এনেছে বলে খবর। হাডসন রক সাইবার ক্রাইম ইনটালিজেন্স ফার্মের তরফে শনিবার টুইট করে এ বিষয়টি প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, ১০৬ দেশের  ফেসবুক ইউজারের তথ্য ফাংস হয়েছে। যার মধ্যে ৬০ লক্ষ ভারতীয়র ফেসবুক ইউজারের গোপন তথ্য। 

 

মার্কিন, ব্রিটেন ও বাংলাদেশের ইউজারদের তথ্যও ফাঁস হয়েছে বলে খবর। শুধু ফাংস নয়, সেই তথ্য মোটা অঙ্কে বিক্রি হয়েছে। 

তথ্য ফাঁস হলে কী হতে পারে? ওয়াকিবহালমহল জানাচ্ছে,  ফেসবুক ইউজারদের বিপাকে ফেলতে পারে হ্যাকাররা।  আর্থিক প্রতারণারও মুখোমুখি হতে পারেন বলে জানাচ্ছেন তাঁরা। তাই অতিরিক্ত সাবধানতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। 

গত ২০১৯ সালেও একই ঘটনা ঘটেছি। তাই ফেসবুক ঠিক কতটা সুরক্ষিত তা নিয়ে উঠছে প্রশ্ন।

  এর আগে আমরা দেখেছি, হোয়াটস অ্যাপ ইউজারদের তথ্যও ফাঁস হয়েছিল। WhatsApp ইউজারদের ফোন নম্বর থেকে শুরু করে প্রোফাইল পিকচার সবটাই গুগল সার্চে পাওয়া যাচ্ছে। এমনকি গ্রুপের নাম ও সদস্যের নামের পাশাপাশি তাঁদের ফোন নম্বরও পাওয়া যাচ্ছিল।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link