তাঁদের জুতো পেটা করবেন। তাঁদের তৃণমূলে স্থান নেই। বলছেন সায়নী ঘোষ।
প্রসেনজিত্ সরদার: ভাঙড়ে তৃণমূলের বিজয় সম্মেলনী সভা থেকে প্রকাশ্যে তৃণমূল নেতাদের জুতো মারার নিদান দিলেন সাংসদ সায়নী ঘোষ। অন্যদিকে বিধায়ক শওকত মোল্লা, নিজের দলের নেতাদের গালে থাপ্পর মারার নিদান দিলেন কর্মীদের। ভাঙড় কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মিলনী সভা হয়। আর সেই সভায় উপস্থিত হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও অন্যান্য তৃণমূল নেতা-নেতৃত্বরা। আর সেই সভা থেকে দলের নেতাদের বিরুদ্ধে গর্জে উঠলেন সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক শওকত মোল্লা।
প্রকাশ্যে মঞ্চ থেকে সাংসদ সায়নী ঘোষ বলেন, যাঁরা দলকে বদনাম করার চেষ্টা করছেন এবং যাঁরা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছেন, মানুষকে নানান পরিষেবা দেবে বলে তাঁদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছেন, তাঁদের জুতো পেটা করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক খেটেখুটে এই দল তৈরি করেছেন। তাই যাঁরা নিজেদের পকেট ভরবেন বলে তৃণমূল করছেন, তাঁদের স্থান তৃণমূলে নেই বললেন সংসদ সায়নী ঘোষ।
অন্যদিকে বিধায়ক শওকাত মোল্লা বলেন, ভাঙড়ে গরিব মানুষের জন্য ১৭ হাজার ঘরের অনুমোদন পাস হয়ে রয়েছে। সেই ঘরের জন্য সার্ভে করছে। তাই আমাদের নেতাদের অনুরোধ করছি যে আপনারা কোনও গরিব মানুষের কাছ থেকে ঘরের জন্য কোনও টাকা নেবেন না। আর যদি কোনও নেতা টাকা চাইতে যান, তাহলে তাঁর গালে থাপ্পড় মারবেন। তারপর আমাদের খবর দেবেন। কারণ এই ঘরের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। অনেক কষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন, এমনটাও বলেন বিধায়ক শওকাত মোল্লা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
ENG
(1 ov) 2/0 (112.3 ov) 387
|
VS |
IND
387(119.2 ov)
|
Full Scorecard → |
GER
(18.4 ov) 140
|
VS |
TAN
146/5(16.5 ov)
|
Tanzania beat Germany by 5 wickets | ||
Full Scorecard → |
MAW
(14.5 ov) 72
|
VS |
BRN
76/0(6.5 ov)
|
Bahrain beat Malawi by 10 wickets | ||
Full Scorecard → |
MAW
(20 ov) 166/8
|
VS |
GER
158(19.5 ov)
|
Malawi beat Germany by 8 runs | ||
Full Scorecard → |