কংগ্রেসের আইটি সেলের অ্যাকাউন্ট ও পেজে `সার্জিক্যাল স্ট্রাইক` ফেসবুকের

Mon, 01 Apr 2019-4:04 pm,

লোকসভা ভোটের আগে ভুয়ো পেজের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করল ফেসবুক। সবকটি ভুয়ো অ্যাকাউন্টই কংগ্রেসের আইটি সেলের। 

 

জানা গিয়েছে, ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৬৮৭টি ভুয়ো পেজ। ভুয়ো খবর ছড়ানোর জন্য নয়, বরং 'অসামঞ্জস্য ব্যবহার'-এর জন্য মুছে দেওয়া হয়েছে।

পাকিস্তানে তৈরি হয়েছে এমন ১০৩টি অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজও মুছে দিয়েছে ফেসবুক। ইনস্টাগ্রাম থেকেও মুছে দেওয়া হয়েছে এমন সন্দেহজনক অ্যাকাউন্ট। 

ফেসবুকের সাইবার সাইবার নিরাপত্তা নীতির প্রধান নাথানিল গ্লেসিয়ার জানিয়েছেন, ৬৮৭টি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক। বেশিরভাগই স্বয়ংক্রিয়ভাবে মুছে দেওয়া হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে। ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল।               

গ্লেসিয়ারের কথায়,''ফেসবুকের পরিষেবা ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। তাই কোনও বিষয় নয়, বরং পেজ ও অ্যাকাউন্টগুলির চরিত্র নির্ধারণ করে সেগুলি মুছে দেওয়া হয়েছে''।       

লোকসভা ভোটের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুয়ো খবর ছড়িয়ে ফায়দা তোলার চেষ্টা করা হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। আর সে কারণে ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। 

গ্লেসিয়ার জানান, পরিচয় গোপন রেখে বিভিন্ন ধরনের খবর পোস্ট করা হচ্ছিল। এর সঙ্গে কংগ্রেসের আইটি সেলের যোগ রয়েছে বলে জানতে পেরেছি। আর ওই পেজ ও অ্যাকাউন্টগুলির প্রচার বাড়াতে খরচ করা হয়েছিল ৩৯,০০০ মার্কিন ডলার। ২০১৪ সালের অগস্টে প্রথম বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর শেষ বিজ্ঞাপনটি গত মাসে।

আরও ১৫টি অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক। এই অ্যাকাউন্ট খোলা হয়েছিল পাকিস্তানে। ওই অ্যাকাউন্টগুলি থেকে রাজনৈতিক, রাজনীতিকদের নিয়ে খবর ছড়ানো হচ্ছিল। পরে দেখা যায় অ্যাকাউন্টগুলির সঙ্গে জড়িত পাক সেনা। ফেসবুকে বিজ্ঞাপন বাবদ ১১০০ মার্কিন ডলার খরচ করেছিল তারা। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link