Lionel Messi, FIFA World Cup Final 2022: মেসির আর্জেন্টিনা কেন চিরাচরিত পয়া `নীল-সাদা জার্সি পরে ফাইনালে খেলবে? ছবিতে জানুন ইতিহাস
ঘরের মাঠে সেই সেই মেগা ফাইনালে চিরাচরিত নিল-সাদা জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিল মারিও কেম্পেস-ড্যানিয়েল বেরত্তোনির দল। সেই ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছিল আলবেসেলেস্তেরা।
মেক্সিকোতে আয়োজিত সেই কাপ যুদ্ধের ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানিকে ২-৩ গোলে হারিয়েছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা। দ্বিতীয়বার বিশ্বজয়ী হয়েছিল আলবেসেলেস্তেরা। সেবারও জর্জ বুরুচাগা-জর্জ ভালদানোদের গায়ে ছিল নীল-সাদা জার্সি।
চার বছর পর রোমে আয়োজিত ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বদলা নিয়েছিল পশ্চিম জার্মানি। সেই ফাইনালে 'অ্যাওয়ে জার্সি' গায়ে চাপিয়ে মাঠে নেমেছিল মারাদোনার দল। ১-০ গোলে হেরে যায় আলবেসেলেস্তেরা।
মারাকানায় আয়োজিত সেই ফাইনালে ফের একবার আর্জেন্টিনাকে হারায় জার্মানি। ফলাফল সেই ১-০। জার্মানদের পক্ষে। সেই ফাইনালেও'অ্যাওয়ে জার্সি' গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ারা।
১৮ ডিসেম্বর মেগা ফাইনালের ভেন্যু লুসেল স্টেডিয়াম। ফ্রান্সের বিরুদ্ধে সেই ম্যাচে আর্জেন্টিনার জন্য 'হোম জার্সি' চূড়ান্ত হয়েছে। এমন একটি ম্যাচে ফ্রান্সও পরবে 'হোম জার্সি'। মূলত দুই দেশের জার্সির রং আলাদা হওয়ায় একটি দলের 'অ্যাওয়ে জার্সি' পরার দরকার হচ্ছে না।