PHOTOS: বছর ৩০ পর, ভারী গাড়ির স্টিয়ারিংয়ে Firhad, বাস চালালেন মন্ত্রী
পকেট মানি জোগাড়ের জন্য কলেজ জীবনে লরি চালাতেন। আজ তিরিশ বছর পর ফের ভারী গাড়ির স্টিয়ারিং ধরলেন ফিরহাদ হাকিম।
বাস চালালেন পরিবহন মন্ত্রী। কসবা পরিবহন ভবন থেকে বেরিয়ে রুবি মোড় থেকে বাস ঘুরিয়ে নিজেই কসবা পরিবহন ভবনে ফিরিয়ে আনলেন সিএনজি বাস।
উদ্বোধন হল সরকারের পরিবহন দপ্তরের প্রথম সিএনজি বাসের। পরীক্ষামূলক ভাবে রাস্তায় ২ মাস চলবে এই দুটি সিএনজি বাস। পরীক্ষা সফল হলে ৭০০ সরকারি বাসকে কয়েক মাসের মধ্যেই সিএনজি বাসে পাল্টে ফেলা হবে।
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে পরীক্ষামূলক ভাবে রাস্তায় নামানো হচ্ছে জ্বালানিতে চলা দুটি বাস। আজ এই বাস দুটির উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
WBTC-র পরিত্যক্ত দুটি বাসকে পরীক্ষামূলক ভাবে সিএনজি জ্বালানিতে চালানো হচ্ছে। নির্মাতাদের দাবি, এর ফলে কমবে টিকিটের দাম।
ডিজেলে চলা বাসের এক কিলোমিটার যেতে জ্বালানি খরচ ৩৬ টাকা। সিএনজিতে চলা বাসের ক্ষেত্রে তা ১৩ টাকা। তার সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ হবে।