Floating Earth: জলে ভাসছে পৃথিবী! সাধারণের সচেতনতার জন্য এক শিল্পীর নন্দিত বার্তা
জলের উপর পৃথিবী ভাসছে! দেখে বিস্মিত সকলে। ভাসছে কেন?
আসলে এটা একটা আর্টওয়ার্ক। ব্রিটেনের এক প্রখ্যাত ভিস্যুয়াল আর্টিস্ট এই বিস্ময় তৈরি করেছেন। নাম তাঁর লিউক জেরাম। উইগান অ্যান্ড লেই-এর জলে ভাসছে ১০ মিটার ব্যাসের এই বিপুলাকায় 'নকল' পৃথিবী।
১৯ নভেম্বর থেকে এটি প্রদর্শিত হচ্ছে। হবে আগামী ১০ দিন ধরে। নাসা-র নিজস্ব ছবি থেকে একটি ছবি নিয়ে শিল্পী জেরাম এই নকল গ্রহ তৈরি করেছেন।
পেনিংটন ফ্ল্যাশে এই রেপ্লিকাটি ভাসবে। যা অনেককেই আকর্ষণ করবে বলে অনুমান। কিন্তু হঠাৎ কেন এরকম একটি শৈল্পিক অ্যাডভেঞ্চারের মধ্যে পৌঁছলেন শিল্পী?
শিল্পী জানাচ্ছেন, তিনি আসলে একটা 'ওভারভিউ এফেক্ট' দিতে চেষ্টা করেছেন। ১৯৮৭ সালে ফ্রাঙ্ক হোয়াইট এই টার্ম প্রথম ব্যবহার করেছিলেন। জেরাম সেই শব্দ ব্যবহার করে এবং এই শিল্পিত পৃথিবী করে আসলে মানুষকে পরিবেশরক্ষার বার্তা দিতে চেয়েছেন।
পরিবেশ ইদানীং বিপন্ন। নানা জায়গার ইকোলজি বিঘ্নিত হচ্ছে। এই আর্টওয়ার্কের মাধ্যমে জেরাম সেই পরিচিত বিষয়গুলিই আর একবার মনে করিয়ে দিতে চেয়েছেন।