আইপিএলের ভিনদেশি তারারা...
এক মরসুমে ৮২৭ ছয়। এটাই আইপিএলের ইতিহাসে সর্বাধিক।
চেন্নাই (১৭) বনাম বেঙ্গালুরু (১৬) ম্যাচে ৩৩ ছয়ের রেকর্ডের সাক্ষী থেকেছে ২০১৮ আইপিএল।
২০১৮ মরসুমে সর্বোচ্চ উইকেটের মালিক পঞ্জাবের ক্রিকেটার অ্যান্ড্রু টাই।
২০১৮ মরসুমে সর্বোচ্চ রানের মালিক হায়দরাবেদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
প্রথম বিদেশি হিসেবে আইপিএল ফাইনালে শতরান করে দলকে জেতালেন শেন ওয়াটসন।
আফগানিস্তানের মুজিব সর্বকনিষ্ঠ ক্রিকেটার (১৭ বছর) হিসেবে ২০১৮ আইপিএলে অভিষেক করেন।
সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেললেন আফগানিস্তানের রাশিদ খান। ১০০ তম ম্যাচে ম্যাচের নায়কও হয়েছেন তিনি।
৭ নম্বর ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড কলকাতার ক্রিকেটার আন্দ্রে রাসেলের। ৮৮*(৩৬)
আইপিএলে ৭ ফ্র্যাঞ্জাইজির হয়ে খেললেন অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ।
আইপিএলে ৬ নম্বর শতরান করলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। বিশ্বের সব টি-টোয়েন্টি লিগ মিলিয়ে তাঁর শতরানের সংখ্যা ২১।
আইপিএলে বীরেন্দ্র সেওয়াগের টানা ৫ অর্ধশতরানের রেকর্ড ছুঁলেন জস বাটলার।
সন্দীপ লামিচালে প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক করেছেন।
সুনীল নারিন আইপিএল ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি ২বার ১৭ বলে অর্ধশতরান করেছেন।
বিদেশি ক্রিকেটার হিসেবে সর্বপ্রথম ১০০ উইকেটের কৃতিত্ব সুনীল নারিন।
আইপিএলে প্রথম ওভারে সর্বোচ্চ ২১ রান তোলার বিরল নজির দ্বিতীয়বার করে দেখালেন সুনীল নারিন।