একচেটিয়া বাজার দখলে অনলাইন বিজ্ঞাপনের অপব্যবহার! ফ্রান্সে জরিমানার মুখে Google

Wed, 09 Jun 2021-7:14 pm,

নিজস্ব প্রতিবেদন: অনলাইন বিজ্ঞাপনের অপব্যবহার করা হচ্ছে। বাজারে একচেটিয়া দখলদারি কায়েম করতে অনলাইন বিজ্ঞাপনের অপব্যবহার করছে গুগল। এই অভিযোগে বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন জায়েন্টকে জরিমানা করল ফ্রান্স।

জানা গিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই জরিমানা করেছে ফ্রান্স। জরিমানা বাবদ সার্চ ইঞ্জিন জায়েন্টকে দিতে হবে ২২০ মিলিয়ন ইউরো।

গুগলের বিরুদ্ধে অভিযোগ, বেআইনি পথে ওয়েবসাইট ও অ্যাপে দেওয়া একচেটিয়া বিজ্ঞাপন দ্বারা বাজার দখলে রাখতে চাইছে সংস্থাটি। সেই জন্যই সংস্থাটিতে জরিমানার মুখে পড়তে হয়েছে।

গুগলের বিরুদ্ধে অভিযোগ করেছে সে দেশের ৩টি সংবাদমাধ্যম। তাঁদের অভিযোগ, অ্যাড অকশন সার্ভিসের অপব্যবহার করছে গুগল৷ ফলে এতে তাদের বিজ্ঞাপন কমে যাচ্ছে।

অভিযোগ, কোনও সংস্থা বা ব্যক্তি বিজ্ঞাপন দিতে চাইলেই, গুগল কেবলমাত্র নিজেদের বিজ্ঞাপন পরিষেবাকেই সেই ক্লায়েন্টের সামনে পেশ করছে৷ ফলে সাধারণ ওয়েবসাইট ও অ্যাপগুলো প্রতিযোগিতায় গুগলের সঙ্গে পেড়ে উঠছে না৷

যদিও গুগলের দাবি, পুরো পদ্ধতিটি পরিবর্তন করা হচ্ছে৷ আগামী কয়েক মাসের মধ্যেই, তা পরীক্ষামূলক ভাবে শুরু হবে৷

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link