G-20 presidency: মোদীর সঙ্গে বিগলিত কেজরি; উৎফুল্ল মমতা, ছবি দিয়ে তোপ রণবীরের
জি-২০ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগন মোহন রেড্ডি, ডিএমকের এম কে স্ট্যালিন, সিপিএমের সীতারাম ইয়েচুরি, বিজেডির নবীন পট্টনায়ক, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে-সহ আরও অনেকে।
চলতি বছর জি-২০ বা গ্রুপ অব টোয়েন্টির সভাপতিত্ব করছে ভারত। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে যা চলবে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। আগামী ১ বছরে দেশে ২০০টি সেমিনার হওয়ার কথা রয়েছে।
সেখানে সৌজন্য সাক্ষাতে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে করজোড়ে। পাশেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এই ছবিই এদিন ট্যুইট করেছেন রণবীর শোরে।
বিজেপি সঙ্গে কেজরিওয়ালের সম্পর্ক আদায় কাঁচকলায়। সম্প্রতি পাঞ্জাবে পদ্ম শিবিরকে হারিয়েছে আপ। দিল্লিতেও নানা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন কেজরি। সে কারণে বোধহয় খানিকটা ঠেস দিয়েই রণবীর শোরে ট্যুইটে লেখেন, 'ক্যাপশন দিস'।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির সঙ্গে দেখা করলেন মোদী৷ ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং ডিএমকে-র নেতা টিআর বালু। মোদীকে দেখা গেল টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে।