আধার কার্ড এবার ডেবিট কার্ডের মতো! পেয়ে যাবেন মাত্র ৫০ টাকায়, জেনে নিন কীভাবে
আকারে বেশ বড়। প্যান কার্ড বা ডেবিট-ক্রেডিট কার্ডের মতো শক্তপোক্তও নয়। তাই আধার কার্ড বয়ে বেড়াতে বেশ সমস্যা হয়। কিন্তু এবার আধার কার্ড মানুষের মানি ব্যাগে রাখার ব্যবস্থা করল সরকার।
মাত্র ৫০ টাকা খরচ করলেই পেয়ে যাবেন আপনার পিভিসি (polyvinyl chloride) আধার কার্ড। অর্থাত্ ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো শক্তপোক্ত আধার কার্ড।
পিভিসি আধার কার্ডে থাকবে QR code. ছবি ও অন্য তথ্যও থাকবে। uidai.gov.in অথবা resident.uidai.gov.in -এর মাধ্যমে এই কার্ড অর্ডার করতে পারবেন।
স্পিড পোস্ট-এ আপনার ঠিকানায় পৌঁছে যাবে আধার কার্ড। খরচ হবে মাত্র ৫০ টাকা। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলেও এই সুবিধা পাবেন।
আধার কার্ড নম্বর, Virtual Identification Number অথবা EID-র মাধ্যমে আপনি পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন। UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে 'Order PVC Card- লিঙ্কে ক্লিক করুন। আপনার আধার নম্বর অথবা ইআইডি দিন। তার পর পেমেন্ট করে অর্ডার করুন।