Gold Price Today: মধ্যবিত্তের নাগালে সোনা! বিয়ের মরসুমে কতটা দাম কমল হলুদ ধাতুর?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের মরসুমে কিছুটা হলেও নাগালের মধ্যে সোনার দাম। আশঙ্কা করা হয়েছে, চলতি বছরের থেকে আগামী বছর আরও বাড়বে সোনার দাম। তবে এই বছরের শেষের দিকে পল্লা দিয়ে বাড়ছে হলুদ ধাতুর মূল্য।
২৫ নভেম্বর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭২,৯৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৯,৬৩০ টাকা।
পাকা সোনা বার ৭৮ হাজার ২৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। পাকা সোনা বার (খুচরো) ৭৮ হাজার ৬৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৭৪ হাজার ৭৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)।
বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং মেকিং চার্জ। গত সপ্তাহে দাম বাড়লেও অক্টোবরের শেষ সপ্তাহের তুলনায় কম রয়েছে সোনা ও রুপোর দাম।
২০২৪ সালের বাজেট ঘোষণার পরপরই সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট প্রস্তাবে সোনা এবং রূপার উপর শুল্ক ১৫% থেকে কমিয়ে ৬% করা হয়েছিল। এই সিদ্ধান্তের প্রভাব সোনার দামের উপর তাৎক্ষণিকভাবে পড়ে।