Gold Price: শনিবারের বারবেলায় হঠাত্ সুখবর, কলকাতায় সোনার দাম কমল অনেকটাই
ক'দিন ধরে হুহু করে বাড়েছে সোনার দাম। তবে ভালো খবর হল মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘর্ষ দানা বাঁধতেই সোনার দাম অল্প হলেও কমতে শুরু করেছে ভারতেও।
শনিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হল ৬৭৮৫ টাকা। গতকাল এই দাম ছিল ৬৮২০ টাকা। অর্থাত্ প্রতি ১ গ্রামে কমল ৩৫ টাকা। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৬৭৮৫০ টাকা।
অন্যদিকে, শনিবার কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হল ৭,১২৪ টাকা। গতকাল ওই দাম ছিল ৭১৬১ টাকা। অর্থাত্ দাম কমল ৩৭ টাকা। কলকাতায় ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৭১,২৪০ টাকা।
অন্যদিকে, ভারতের পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও কমল সোনার দাম। শনিবার সেখানে প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার দাম কমল ৬৩০ টাকা। প্রতি ভরিতে সোনার দাম হল ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা।
অন্যদিকে, বাংলাদেশে শনিবার ২১ ক্যারেট সোনার এক ভরির দাম কমে হল এক লাখ ৮ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম হল ৯২ হাজার ৪০২ টাকা।