সাতপাকে বাঁধা Rahul Vaidya ও Disha Parmar, সিঁদুর দান থেকে মালা বদল, রইল সব ছবি
অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রাহুল বৈদ্য ও দিশা পারমার। এখন থেকে রাহুল দিশা বিবাহিত দম্পতি, সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে রাহুল-দিশার বিয়ের সমস্ত ছবি ও ভিডিয়ো।
শুক্রবার মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে দুই পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হল রাহুল দিশা।
দিশার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন রাহুল রাহুল বৈদ্য।
মাথায় শেরওয়ানি আর অফ হোয়াইট রঙের পাগড়ি আর কোমরে বেল্ট, অন্যদিকে দিশার পরনে লাল লেহেঙ্গা, আংটি বদলের মুহূর্তে রাহুল দিশা।
আংটি বদলের পর একে অপরকে জড়িয়ে ধরেন আবেগতাড়িত রাহুল ও দিশা।
বিয়ের দিন লাল লেহেঙ্গা ও কুন্দনের গয়নায় সেজে উঠে ছিলেন অভিনেত্রী দিশা পারমার।
বিয়ের আগের মুহূর্তে বান্ধবীদের সঙ্গে লেন্সবন্দি অভিনেত্রী দিশা পারমার।
বিয়ের দিন বন্ধুর সঙ্গে ক্যামেরার সামনে পোজ রাহুল বৈদ্যর।
বিয়ের দিন বর বেশে গায়ক রাহুল বৈদ্য।
বিয়ের দিন সকালে মা গীতা বৈদ্যর সঙ্গে রাহুল বৈদ্য ও নববধূ দিশা পারমার।