২ কোটি টাকার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন ফিরিয়েছেন সাই পল্লবী

Fri, 10 May 2019-5:36 pm,

গালে ব্রণর দাগ, বিশেষ কোনও মেকআপ নেই, জোর করে আবেদনময়ী সাজার চেষ্টাও নেই। পোশাকও ছিমছাম। সবকিছু মিলিয়ে সহজ, সরল, সাবলীল চরিত্রেই তিনি অপরূপা। মালায়লাম সুপারহিট ছবি 'প্রেমাম'-এ অভিনয় করে নায়িকা হওয়ার সংজ্ঞাই বদলে দিয়েছিলেন সাই পল্লবী। ৯মে বৃহস্পতিবার নিজের ২৭ বছরের জন্মদিন সেলিব্রেট করেন পল্লবী। 

সাই পল্লবী শুধু একজন অভিনেত্রীই নন, তিনি একজন নৃত্যশিল্পীও। তামিল তেলুগু, মালায়লম ছবিতে অভিনয়ের পাশাপাশি কন্নড় ছবিতে ডেবিউ করতে চলেছেন তিনি। 

গায়ের রং কখনওই সৌন্দর্যের পরিমাপ হতে পারে না। শুধুমাত্র এই তত্ত্বে বিশ্বাসী বলেই ২ কোটি টাকার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন ফিরিয়ে দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী সাই পল্লবী। 

কেরলের বাসিন্দা না হওয়া সত্ত্বেও 'ওনম' উৎসব সেলিব্রেট করতে ভালোবাসেন সাই পল্লবী।

'বাদাগা'র মতো রক্ষণশীল সম্প্রদায় থেকে সাই পল্লবীই প্রথম একজন তিনি স্টারডম পেয়েছেন। 

অভিনেত্রী না হলে একজন হৃদরোগ বিশেষজ্ঞ হতেন বলে জানিয়েছেন সাই পল্লবী। জর্জিয়া থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গ্রাজুয়েশনও করেছেন তিনি।

তামিল রোম্যান্টির থ্রিলার 'ধাম ধূম' ছবির মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন সাই পল্লবী। 

 'প্রেমাম'-এ অভিনয় করে তিনি যে স্টারডম পেয়েছেন তা প্রথমে বিশ্বাসই হয়নি পল্লবী। এটা প্রথম অনুভব করেন বিমানবন্দরে ভক্তরা যখন তাঁকে ঘিরে ধরেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link