T20I ক্রিকেটে তাঁরা শেষের গল্পকার, ইতিহাসে শুধু এই ভারতীয়! নাম আপনার ধারণারও বাইরে

Subhapam Saha Mon, 07 Oct 2024-1:51 pm,

গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ, তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ভারত জিতে নিয়েছে ৭ উইকেটে। তাও আবার হাতে ৪৯ বল রেখে। গোয়ালিয়রে সব আলো কেড়ে নিয়েছেন দেশের এক নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া! তিনি চলে গিয়েছেন ইতিহাসের পাতায়...

হার্দিক ১৬ বলে ৩৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। ৫টি চার ও ২টি ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস। ব্য়াট করেছেন ২৪৩.৭৫-এর স্ট্রাইক রেটে! আর এই ম্য়াচেই হার্দিক টি-২০আই ক্রিকেটে বিরল রেকর্ড করেছেন। বিরাট কোহলির নাম মুছে হার্দিক চলে গিয়েছেন মগডালে। 

 

হার্দিক এখন ভারতীয় ব্যাটসম্যানদের এলিট ক্লাবের শীর্ষে চলে গিয়েছেন। যিনি সর্বাধিকবার ছক্কা মেরে দেশের জার্সিতে টি-২০ ম্য়াচ ফিনিশ করেছেন। হার্দিকের পরেই রয়েছন বিরাট, এমএস ধোনি ও ঋষভ পন্থ।

হার্দিক ৫ টি২০আই ম্যাচ ৬ মেরে শেষ করেছেন। সেখানে কোহলি ৪ বার। ধোনি-পন্থ ৩ বার করে এই কাজ করেছেন। তালিকায় যে চার নাম রয়েছে, তাঁর মধ্য়ে টি-২০আইয়ের সঙ্গে আর যুক্ত নন ধোনি-বিরাট। ফলে লড়াই চলবে হার্দিক-পন্থের ভিতর।

 ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ভারত-বাংলাদেশের। হার্দিকের কাছে সুযোগ থাকছে নিজেকেই ছাপিয়ে যাওয়ার

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link