২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে কেন্দ্র! লোকসভায় কী জানাল সরকার?
২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে সরকার। এমনই এক জল্পনা ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। এমনও গুজব ছিল, তুলে নেওয়া হবে ২০০০ এর নোট। বিষয়টি শেষপর্যন্ত খোলসা করল সরকার।
রিজার্ভ ব্যাঙ্ক তার বার্ষিক রিপোর্টে জানিয়েছে, ২০১৯-২০ আর্থিক বছরে ২০০০ টাকার নোট ছাপানো হয়নি। তবে কেন্দ্র জানিয়েছে, এখনও ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে নোট ছাপার সংখ্যা অনেকটাই কম করে দেওয়া হয়েছে।
লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ২০১৯-২০ ও ২০২০-২১ আর্থিক বছরে ২০০০ টাকার নোট ছাপার কোনও বরাত দেওয়া হয়নি। তবে ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করার কোনও সিদ্ধান্ত সরকার এখনও নেয়নি।
অনুরাগ ঠাকুর আরও বলেন, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ২০০০ এর নোট ছাপা বন্ধ রাখা হয়েছে। তবে পরে ধাপে ধাপে তা চালু হবে।
উল্লেখ্য, আরবিআই এর রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালের মার্চ পর্যন্ত বাজারে ছিল ৩৩,৬৩২ লাখ দুহাজার টাকার নোট, ২০১৯ সালের মার্চে তা কমে হয় ৩২,৯১০ লাখ। ২০২০ সালের মার্চের শেষে তা দাঁড়িয়েছে ২৭,৩৯৮ লাখে।