ভুল তথ্য ছড়ানোয় বিষাক্ত হয়ে যাচ্ছে ব্যক্তিগত জীবন, নেহার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন হিমাংশ
আদিত্য় নারায়ণের সঙ্গে কি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নেহা কক্কর, বর্তমানে এমন গুঞ্জনই শুরু হয়েছে বিভিন্ন মহলে
নেহা কক্কর এবং আদিত্য নারায়ণের সম্পর্কের গুঞ্জনের মাঝে এবার মুখ খুললেন বলিউডের জনপ্রিয় গায়িকার প্রাক্তন বন্ধু হিমাংশ কোহলি
হিমাংশ বলেন, ২০১৮ সালে নেহা কক্করের সঙ্গে যখন বিচ্ছেদ হয়, তখন সবই ঠিক ছিল। দুজনের মিলিত সিদ্ধান্তেই তাঁদের বিচ্ছেদ হয়। ওই সময় বিচ্ছেদ নিয়ে তিক্ততার কোনও বিষয় তাঁদের মধ্যে ছিল না। কিন্তু বিচ্ছেদের পর আচমকাই নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেন নেহা কক্কর
নেহা কেন তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেন, তা বুঝে উঠতে পারেননি বলে জানান হিমাংশ। শুধু তাই নয়, বিচ্ছেদ নিয়ে তাঁরও অনেক কিছু বলার ছিল। কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছিলেন তিনি। এসবের মধ্যেই তিনি ঠিক করেন, নেহার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কোনও মন্তব্য করবেন না তিনি কারণ যাঁকে তিনি ভালবাসতেন এক সময়, তাঁর সম্পর্কে আলটপকা কোনও মন্তব্য করতে পারবেন না। কিন্তু বিষয়গুলি যখন থিতিয়ে আসতে শুরু করে, সেই সময় ফের আচমকা সোশ্যাল মিডিয়ায় তাঁর সম্পর্কে কুতসিত মন্তব্য করা শুরু হয়। যার জেরে তাঁর ব্যক্তিগত জীবন বিষিয়ে যেতে শুরু করে
নেহা কক্করের সঙ্গে বিচ্ছেদের পর তাঁরও অনেক কিছু বলার ছিল কিন্তু তিনি বলেননি। তাঁরও কাঁদতে ইচ্ছে হয়েছিল তা সত্ত্বেও তিনি নেহা কক্করের সম্পর্কে কোনও মন্তব্য করেননি। এরপরও বিচ্ছেদের জন্য় তাঁকেই ভিলেন বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন হিমাংশ কোহলি
প্রসঙ্গত হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যা করবেন বলেও তাঁর ইচ্ছা হয় বলে জনপ্রিয় একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে মন্তব্য করেন নেহা কক্কর। এরপরই আদিত্য নারায়ণের সঙ্গে তাঁর বন্ধুত্বের সূত্রপাত হয়
যদিও হিমাংশের সঙ্গে বিচ্ছেদের পর আদিত্যর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন কি না, সে বিষয়ে দুই সেলেবের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি