Vande Bharat: দার্জিলিং মাত্র কয়েক ঘণ্টা! বুধবারই হাওড়া থেকে ছাড়বে নতুন বন্দে ভারত...
০২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত স্পেশাল ট্রেনটি ভোর ৫টা ৫৫ মিনিটে ছাড়বে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে বেলা ১টা ২৫ মিনিটে।
০২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত স্পেশাল নিউ জলপাইগুড়ি ছাড়বে বেলা ৩টেয়। এটি হাওড়া ঢুকবে রাত ১০টা ৩৫ মিনিটে।
যাতায়াতের পথে ট্রেনটি থামবে মাত্র ৩টি স্টেশনে-- বোলপুরে, মালদা টাউন এবং বারসই।
দেওয়ালি ও ছটপুজো উপলক্ষ্যে পর্যটকদের সুবিধার্থে চালু হচ্ছে এই পরিষেবা। যাঁরা এই সময়ে দার্জিলিংয়ে ঘুরে আসতে চান, তাঁদের সামনে সুবর্ণ সুযোগ।
বন্দে ভারত খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে। আর পূর্ব রেলও এই ট্রেনটির পরিষেবার সুযোগ করে দিয়ে যাত্রীদের ভ্রমণ-অভিজ্ঞতা আরও সুখকর করে তুলতে চায়।
রেগুলার ২২৩০১/২২৩০২ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বুধবার ছাড়া প্রতিদিনই চলে। এই ওয়েনেসডে স্পেশাল ট্রেনটি সেই বুধবারের অভাবটা পূরণ করবে। এই ট্রেনটির ফলে ৬৭৬৮টি সিট বাড়ল।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, পূর্ব রেল যাত্রীদের মসৃণ ও মনোমুগ্ধকর রেলযাত্রার অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর।