বিরাট পতন সোনার দামে, কলকাতায় কত?
নিজস্ব প্রতিবেদন: বিরাট পতন সোনা রুপোর দামে। অনেকদিন পর এতটা ব্যবধানে দাম কসল সোনার। জানা যাচ্ছে, বাজারে ইউএস ডলারের দাম বাড়ায় আন্তর্জাতিক বাজারেই কমেছে সোনার দাম।
ওয়াকিবহালমহলের মতে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ভোটে স্পষ্ট ফল এখনও না আসায় তার প্রভাব পড়েছে সোনা-রূপোর দামে।
কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম ৫২,০৩০ টাকা ও ১০ গ্রাম, ২২ ক্যারাট গয়নার সোনার দাম ৪৯,৩৬০ টাকা। প্রতি কেজি রুপোর দাম ৬২,০৫০ টাকা ও প্রতি কেজি খুচরো রুপোর দাম ৬২,১৫০ টাকা।
আউন্সে সোনার দাম এখন ১,৮৯৪.৩৩ ডলার, কমেছে ০.৮ শতাংশ। রুপোর দাম ০.২ শতাংশ।
ধনতেরসের আগে রুপোর দাম নিয়ে সকলেরই নজর থাকে। এই সময় অনেকেই রুপোর জিনিস বা সোনা ঘরে তোলে। তাদের জন্য সুখবর।