ছবি: সকাল দশটাতেও বৃষ্টির মতো ঝড়ছে তুষার, সাদা চাদরে ঢাকা পড়ল সান্দাকফু-ধোতরে

Wed, 26 Feb 2020-12:29 pm,

প্রবল তুষারপাতে সাদা সান্দাকফু। মঙ্গলবার থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে সান্দাকফু ও সংলগ্ন এলাকায়। সাদা তুষারের চাদরে ঢাকা চারপাশ। -ছবি-সুকান্ত মুখোপাধ্যায়

সান্দাকফু থেকে ১৬ কিলোমিটার দূরে ধোতরে। সেখানে মঙ্গলবার প্রবল তুষারপাত হয়েছে। আজ বুধবার সকাল দশটাতেও বৃষ্টির আকারে ঝড়ছে তুষার। -ছবি-সুকান্ত মুখোপাধ্যায়

মোট ৮৪টি পরিবারের ৭০০ জন থাকেন এই ধোতরেতে। সকাল থেকেই গ্রামের রাস্তায় বের হওয়ার জো নেই। মোটা তুষারের আস্তরণে ঢাকা পথঘাট। -ছবি-সুকান্ত মুখোপাধ্যায়

ফেব্রুয়ারিতে এনিয়ে মোট তিনবার তুষারপাত হল ধতরেতে। গ্রামবাসীদের বক্তব্য তুষারপাতে পর্যটকদের চোখের আরাম হচ্ছে বটে তবে বেশ ক্ষতিই হবে ধাপ চাষের। -ছবি-সুকান্ত মুখোপাধ্যায়

সান্দাকফু, টুংলু, টুংলিং, ধোরতের এই প্রবল তুষারপাতে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। আটকে রয়েছেন বহু পর্যটক।  -ছবি-সুকান্ত মুখোপাধ্যায়

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link