Operation Ganga: ইউক্রেনে আটকে ভারতীয়দের ফেরানোই লক্ষ্য, IAF aircraft C-17 পৌঁছল রোমানিয়া
যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে ভারতীয় বায়ুসেনার C-17 পরিবহন বিমানকে অপারেশন গঙ্গায় মোতায়েন করা হল। রোমানিয়ার উদ্দেশে ইতিমধ্যেই যাত্রা করেছেন সেই বিমান।
মঙ্গলবার আইএএফ কর্মকর্তারা জানিয়েছিলেন যে ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে C-17 বুধবার ভোর ৪ টায় রোমানিয়ার উদ্দেশ্যে রওনা হবে। প্রায় ৩০০ জন যাত্রী বহন করার ক্ষমতা সম্পন্ন বিমান C-17 দিল্লির কাছে হিন্দানে তার হোম বেস থেকে যাত্রা শুরু করেছে।
আগেরই প্রধানমন্ত্রী মোদী আইএএফকে, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন গঙ্গায় যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
বিদেশ সচিব শ্রিংলা বলেছেন, ভারতীয়দের ফিরিয়ে আনতে বুধবার ভোর চারটেয় C-17 আইএএফ বিমান রোমানিয়ার উদ্দেশ্যে উড়বে যাবে। তিনি আরও বলেন, "পরবর্তী তিন দিনের মধ্যে, ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ২৬ টি ফ্লাইট নির্ধারিত হয়েছে"।
বুখারেস্ট এবং বুদাপেস্ট ছাড়াও, পোল্যান্ড এবং স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলিও ভারতীয়দের ফিরিয়ে আনতে ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহার করা হবে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, শুধুমাত্র বেসরকারি ভারতীয় ফ্লাইট রোমানিয়া এবং হাঙ্গেরি থেকে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে এসেছে।