ICC World Test Championship: কিউইদের হোয়াইটওয়াশ করে পয়েন্ট টেবিলে ভারতের কাছাকাছি অস্ট্রেলিয়া
১ অগাস্ট, ২০১৯ থেকে শুরু হয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯ সালের অগাস্ট থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়সীমার মধ্যে তিনটি হোম ও তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে ৯টি দেশ- ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ,দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাংলাদেশ
এখন পর্যন্ত ৭টি টেস্টের ৭টিতেই জিতে ৩৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ওপরে টিম ইন্ডিয়া।
পাকিস্তানের পর দেশের মাটিতে কিউইদেরও হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া। ১০ টি টেস্ট খেলে ৭টি জিতে ২৯৬ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে লিগ টেবিলে দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। ৭ টেস্ট খেলে মাত্র ৩টিতে জিতে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে রয়েছে ব্রিটিশরা।
৪টি করে টেস্ট খেলে মাত্র ২টি করে জিতে ৮০ পয়েন্ট নিয়ে চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কা।