কৃষক মিছিলকে আটকাতে রাস্তা ভেঙে দু-ভাগ করে দিল পুলিস
নিজস্ব প্রতিবেদন: কৃষক মিছিল আটকাতে সক্রিয় হরিয়ানা পুলিস। দিল্লি পৌঁছাতে যাতে না পারে, তার জন্য রাস্তা খুঁড়ে, বেশ কিছু হেভি ট্রাককে সার সার দিয়ে দাঁড় করিয়ে রেখেছে দিল্লি পুলিস।
এতেই শেষ নয়, দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া। শুক্রবার বরিয়ানা আর দিল্লির সীমান্ত থেকে তোলা এক ছবিতে এমনটাই দেখা গেল।
গত সেপ্টেম্বর কেন্দ্রের এনডিএ সরকার তিনটি কৃষি আইন পাশ করে। সেই আইনের বাতিলের দাবিতেই বিভিন্ন রাজ্য থেকে মিছিল করে রাজধানী যাচ্ছে কৃষক মিছিল।
সেই মিছিলকে আটাকাতেই রাস্তায় বাধা সৃষ্টি করেছে পরিয়ানা পুলিস। কারনাল ও কুরুক্ষেত্র দু-জায়গায় এই রাস্তা কেটে খোঁড়া হয়েছে।
বৃহস্পতিবার, সকালে কয়েক হাজার কৃষক মিছিল করে রাজধানীতে যাচ্ছিলেন, সেই সময় তাদের পথ আটকানোর জন্য পুলিস কাঁদানে গ্যাস ছোড়ে ও জলকামান ব্যবহার করে। অন্যদিকে দিল্লি সরকার আগেই জানিয়েছিল, করোনা আবহে শহরে মিছিল করতে দেওয়া হবে না।