টিডিএস জমা দিতে নির্দেশ রাজ্যের ৪০ পুজো কমিটিকে
আয়কর দফতরে ফরমানে বেজায় সমস্যায় রাজ্যের ৪০ পুজো কমিটি। পুজোয় বিপুল টাকা খরচ হয়। কিন্তু তার কোনও টিডিএস আয়কর দফতরে আসে না। তাই নির্দেশ, এবার থেকে টিডিএস জমা দিতে হবে তাদের।
কীভাবে জমা হবে টিডিএস তা নিয়ে ক্লাব কমিটিগুলির মধ্যে রয়েছে ধোঁয়াশা।
প্রতিমা সজ্জা থেকে আলোকসজ্জা, বিপুল টাকা খরচ করে রাজ্যের পুজো কমিটিগুলি। কিন্তু এর জন্য টিডিএস জমা করে প্রায় কোনও পুজো কমিটিই।
রাজ্যের ৪০টি পুজো কমিটিকে চিঠি দিয়ে ওই টিডিএস জমা দিতে বলেছে আয়কর দফতর।
পুজো কমিটিগুলো এখন সমস্যায়। তারা বুঝতে পারছে না, টিডিএস কাটা হবে ২০১৮ থেকে নাকি তা শুরু হবে ২০১৯ সাল থেকে। সমসা রয়েছে আরও অনেক।
কয়েকটি পুজো কমিটির প্রশ্ন, টিডিএস কীভাবে কাটা হবে। বেশিরভাগ খরচই হয় অসংঘটিত সেক্টরে। ঢাকি, পুরুত, ডেকরেটার্স এদের অনেকেই গ্রাম থেকে আসেন। এদের কারও প্যান কার্ড নেই। এদের কীভাবে টিডিএস কাটব।
সূত্রের খবর এরাজ্যে থেকে প্রত্যক্ষ কর আদায় তেমন বেশি হয় না। তাই কর আদায়ের ওপরে জোর দেওয়া হয়েছে। কিন্তু এরাজ্যের পুজোর ওপরেই কেন নজর আয়কর দফতরের। প্রশ্ন বিভিন্ন মহলে।