করোনা সঙ্গে পাল্লা দিচ্ছে সোনাও, ৫০ হাজার ক্রস হলুদ ধাতু

Thu, 02 Jul 2020-12:06 pm,

একদিকে ভারত-চিন সংঘর্ষ। অন্য দিকে করোনাভাইরাস সংকট। আর তার জেরেই ক্রমেই মধ্যবিত্তের নাগালে বাইরে সোনার দাম। এবার ভরি-পিছু ৫০ হাজার টাকা পেরিয়ে গেল সোনার মূল্য।

গতকালই অবশ্য সেই 'মার্ক' ছুঁয়ে ফেলেছিল সোনা। গতকাল প্রতি দশ গ্রাম পাকা সোনার দাম ছিল ৫০,৩০০ টাকা। আজ তা আরও একটু লাফ দিয়ে হল ৫০,৪৮০ টাকা।

গয়না সোনার দাম গতকাল ছিল ৪৭ হাজার ৪৭১ টাকা। সেটা বেড়ে হল ৪৭ হাজার ৫০০ টাকা। আর সোনার দামের এই বৃদ্ধি ক্ষণস্থায়ী নয়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

স্বর্ণ ব্যবসায়ীদের মতে, আগামী কয়েকদিনে সোনার এই আগুন দাম সামান্য হ্রাস পেতে পারে। কিন্তু আবারও বেড়ে যাবে হলুদ ধাতুর দাম।

 

কিন্তু কেন এত বাড়ছে সোনার দাম? ভারত-চিন সংঘাতের আবহ, করোনাভাইরাস পরিস্থিতিতে টলমল অর্থনীতি- এসবের জেরে সোনায় লগ্নি করার দিকেই বেশি ঝুঁকছেন বিনিয়োগকারীরা। আর তার ফলেই হঠাত্ বাড়ছে চাহিদা। সেই কারণেই দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link