IND vs AUS: রিকি পন্টিংকে টপকে দ্রুততম ৯০০০ রানের রেকর্ড বিরাট কোহলির
নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১২০ বলে ১১৬ রান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ওডিআই কেরিয়ারে এদিন ৪০ তম সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। বিরাটের সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর(৪৯)।
আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ৯০০০ রান পূর্ণ করলেন তিনি। নাগপুরে টপকে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে।
এতদিন অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০৩ ইনিংসে ৯০০০ রান পূর্ণ করার রেকর্ডটি ছিল পন্টিংয়ের। মঙ্গলবার বিরাট ১৫৯ ইনিংসে সেই রেকর্ড করেন।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি হলেন ষষ্ঠ অধিনায়ক যিনি ৯০০০ রান করলেন। কোহলি এবং পন্টিং ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৯০০০ রান করেছেন গ্রেম স্মিথ, মহেন্দ্র সিংহ ধোনি, অ্যালান বর্ডার, স্টিফেন ফ্লেমিং।