ইডেনে শতরান করে মুঠো মুঠো রেকর্ড করলেন কিং কোহলি, দেখে নিন একনজরে
নিজস্ব প্রতিবেদন: আরও একটা শতরান এল বিরাটের ব্যাটে। ইডেনে গোলাপি বল সামলাতে বাকিদের যখন নাজেহাল অবস্থা তখন টেস্ট কেরিয়ারের ২৭ তম শতরান করে ফেললেন কিং কোহলি।
অধিনায়ক হিসেবে টেস্টে ১৯টি শতরানের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। বিরাটের সংগ্রহে ২০টি। বিরাটের সামনে ২৫টি সেঞ্চুরির মালিক দক্ষিণ আফ্রিকার অধিনায়র গ্রেম স্মিথ।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে অধিনায়ক হি হিসেবে বিরাট কোহলির শতরান সংখ্যা ৪১। এসেছে মাত্র ১৮৮টি ইনিংসে। তাঁর সঙ্গে একাসনে রয়েছেন পন্টিং। ৩৭৬টি ইনিংসে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক করেছেন ৪১টি শতরান।
আন্তর্জাতিক কেরিয়ারে ৭০তম শতরান করলেন বিরাট। খেলেছেন ৪৩৯টি ইনিংস। ৭০টি শতরানে পৌঁছতে সচিনের লেগেছিল ৫০৫টি ইনিংস। ৬৪৯টি ইনিংস লেগেছিল রিকি পন্টিংয়ের।
টেস্টে ২৭ তম শতরান করলেন বিরাট। এসেছে ১৪১টি ইনিংসে। সচিনের সঙ্গে তিনি দ্বিতীয় দ্রুততম।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের এটি ৭০তম শতরান। তাঁর আগে আছেন রিকি পন্টিং ও সচিন তেন্ডুলকর। ৬৬৮ ইনিংসে ৭১টি শতরান করেছেন পন্টিং। ৭৮২টি ইনিংসে সচিনের রয়েছে ১০০টি শতরান।
প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ৫ হাজার রান পার করলেন কোহলি। প্রথম ভারতীয় হিসেবে দিবারাত্রির টেস্টে তাঁর সেঞ্চুরি।