India vs New Zealand: এক সঙ্গে পথচলা শুরু করলেন কোচ Dravid ও ক্য়াপ্টেন Rohit
নিজস্ব প্রতিবেদন: ভারতে চলে এসেছে নিউজিল্যান্ড (New Zealand)। তিনটি টি-২০ ও ২টি টেস্টের সিরিজ খেলতে এই দেশে পা রেখেছে কিউয়িরা। এই সিরিজ দিয়েই কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভারতীয় দলের সঙ্গে এক নতুন অধ্যায় শুরু হল। অন্যদিকে বিরাট কোহলি টি-২০ ক্যাপ্টেনসি ছেড়ে দেওয়ায় ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে জাতীয় দলের পূর্ণ দায়িত্ব পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। দ্রাবিড়-রোহিতের পথচলা শুরু হয়ে গেল জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে। সোমবার সন্ধ্যায় প্র্যাকটিস সারল টিম ইন্ডিয়া। অনুশীলনের ছবি শেয়ার করল বিসিসিআই। আগামিকাল জয়পুরে প্রথম টি-২০ ম্যাচ।
ভারতের টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ।
অনুশীলনের ফাঁকে ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল ও কোচ দ্রাবিড়
টি-২০ বিশ্বকাপে যুজবেন্দ্র চাহাল ছিলেন ব্রাত্য। ফের একবার টি-২০ দলে তিনি।
এক ফ্রেমে ইশান কিষাণ, রুতরুাজ গায়কোয়াড় ও ঋষভ পন্থ (বাঁ-দিক থেকে)
নেটে হাসি মুখে অক্ষর প্যাটেল। নেটে শ্রেয়স আইয়ারের সঙ্গে দ্রাবিড়
সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ও জুনিয়র ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ক্যাপ্টেন রোহিত