Buffalo Crossing Border: নদীতে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ `ভারতীয়` মহিষের! চরম অসহযোগিতা বিডিআরের
অর্ণবাংশু নিয়োগী: নদীতে ভাসতে ভাসতে বাংলাদেশে অনুপ্রবেশ 'ভারতীয়' মহিষের! এখন প্রমাণপত্র ছাড়া সেই মহিষ ফেরাত নারাজ বিডিআর। বর্তমানে মহিষগুলি বাংলাদেশের বিডিআরের প্রধান কার্যালয়ে আটক।
মুর্শিদাবাদের ফারাক্কা থানার বেনিয়াগ্রামের বাসিন্দা বিকাশ ঘোষ। ৬টি মহিষের মালিক তিনি। মহিষ পালন করেই চলে সংসার চলে।
গত ২২ জুলাই সকালে, প্রতিদিনের মত সেদিনও নদী সংলগ্ন মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যান মহিষগুলিকে। হঠাৎই মহিষগুলি নদীতে নামলে জলের তোড়ে ভেসে বাংলাদেশে চলে যায়।
আর তাতেই বেঁধেছে গোল! মহিষ ফিরে পেতে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হন বিকাশ। পঞ্চায়েত তাঁর আবেদনের প্রেক্ষিতে বিএসএফ-কে জানায়। বিএসএফ যোগাযোগ করে বিডিআর-এর সঙ্গে।
বিডিআর-এর পক্ষ থেকে জানানো হয় ৬টি মহিষ-ই তাদের হেফাজতে প্রধান কার্যালয়ে আছে। কিন্তু, মহিষের প্রমাণপত্র ছাড়া ফেরাতে নারাজ বিডিআর।
এই বার্তা বিএসএফ-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিকাশ বাবুকে। ৬টি মহিষ ফিরে পেতে এখন লাগবে দূতাবাসের অনুমোদন।