India GDP: মোদী সরকারের কাছে চ্যালেঞ্জ! জিডিপি বৃদ্ধির হার নিয়ে খারাপ খবর দিল বিশ্বব্যাঙ্ক
দেশের আর্থিক বৃদ্ধির হার কি এবার কমছে? তেমননি আভাস দিচ্ছে বিশ্বব্যাঙ্ক। ওয়ার্লড ব্যাঙ্কের হিসেব অনুযায়ী ২০২৩-২৪ আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৬ শতাংশ থেকে কমে হবে ৬.৩ শতাংশ। মানুষের আয়ের গতি কমে যাওয়ার জন্য এভাবেই কমবে জিডিপি।
গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের আর্থিক বৃদ্ধি হয়েছে ৪.৪ শতাংশ। ১১.২ শতাংশ থেকে ওই হার নেমে যায় পাঁচ শতাংশের নীচে। গতবছর জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ।
কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রকের হিসেব অনুয়ায়ী এই আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ।
রিজার্ভ ব্যাঙ্কের হিসেব অনুয়ায়ীও দেশের অর্থিক বৃদ্ধি চলতি আর্থিক বছরে খানিকটা কমবে। আরবিআইয়ের হিসেব অনুয়ায়ী এই আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধি হবে ৬.৪ শতাংশ। গতবার এই হার ছিল ৭ শতাংশ।
বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী ভারতের আর্থিক বৃদ্ধি কমবে কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। অন্যদিকে ঋণ নেওয়ার ক্ষেত্রে খরচ বাড়ছে। ফলে সমস্যা তৈরি হচ্ছে।