বড় খবর! যাত্রীদের জন্য এই সুবিধায় বড়সড় বদল আনল রেল
টিকিট বুকিংয়ের সময় বিনামূল্যে যে ট্রাভেল ইন্স্যুরেন্স দেওয়া হত তা বন্ধ করল রেল। এখন থেকে তা হবে অপশনাল।
এখন থেকে এর জন্য অতিরিক্ত চার্জ লাগবে। ১ সেপ্টেম্বর থেকেই এই নিয়ম লাগু হচ্ছে। অর্থাৎ ট্রেনের টিকিট বুকিংয়ে খরচ বাড়ল এবার।
আইআরসিটিসি-র ওয়েবসাইট, মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটার সময় এখন থেকে বেছে নিতে হবে যেকোনও একটি অপশন-ট্রাভেল ইন্স্যুরেন্স চান কি চান না।
ডিজিটাল লেনদেন বাড়াতে ২০১৭ সালের ডিসেম্বরে এই নিয়ম চালু করেছিল আইআরসিটিসি। ট্রাভেল ইন্স্যুরেন্স ফ্রি করা হয়েছিল।
ট্রেন সফরের সময় মৃত্যু হলে সর্বাধিক ১০ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল রেল। বিকলাঙ্গ হলে ৭.৫ লাখ টাকা ও আহতদের ক্ষেত্রে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা করা হয়। মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ১০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।