আকাশ-শ্লোকের প্রাক-বিবাহ অনুষ্ঠান,বরফে মোড়া সুইৎজারল্যান্ডে হাজির তারকারা
আকাশ-শ্লোকের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির থাকার কথা অন্যান্য বলি তারকাদেরও।
ক্যামেরাবন্দি অনুষ্ঠান স্থলের নানান ছবি।
আকাশ-শ্লোকের প্রাক-বিবাহ অনুষ্ঠান স্থল যেন এক টুকরো ওয়ান্ডার ওয়ার্ল্ড।
আলোয় মুড়ে ফেলা হয়েছে অনুষ্ঠান স্থল।
অনুষ্ঠান শুরুর আগে ক্যামেরা বন্দি হয়ে আকাশ ও শ্লোকের রাজকীয় আগমন।
সুইৎজারল্যান্ডে আকাশ ও শ্লোকের সঙ্গে রণবীর, হাজির মুকেশ ও ইশা আম্বানিও।
অকাশ-শ্লোকের প্রাক-বিবাহ অনুষ্ঠানের সূচিও সাজিয়ে তোলা হয়েছে।
পুরো দস্তুর শীতের পোশাক পরে সেলিব্রেশনে আলিয়াকে নিয়ে হাজির রণবীর কাপুর।
আকাশ-শ্লোকের প্রাক-বিবাহ অনুষ্ঠানে গিয়ে একে অপরে মগ্ন অর্জুন-মালাইকা।
সেলিব্রেশনে মাকে নিয়ে হাজির জ্যাকলিন ফার্নান্ডেজও।
আম্বানি পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির বিদ্যা বালান, দিশা পাটানিও।
আকাশের প্রাক-বিবাহ অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে নাচে ব্যস্ত ইশা আম্বানি।