BFF-এ কি সত্যি হবে হ্যাকারের পর্দাফাঁস? জেনে নিন আসল খবর

Thu, 22 Mar 2018-9:07 pm,

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। কংগ্রেস-বিজেপির দঙ্গলের মাঝেই আবার ফেসবুকে উদয় হয়েছে BFF শব্দের।

তা দাবিটা কী? ব্যক্তিগত প্রোফাইলে মার্ক জুকারবার্গের ছবি দিয়ে বলা হচ্ছে, এই বিএফএফ শব্দটি এনেছেন মার্ক জুকারবার্গ। শব্দটি সবুজ হলে নিশ্চিত হতে পারেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়নি। 

BFF রং পরিবর্তন না করলে বুঝতে হবে হ্যাকারের নিশানায় আপনার অ্যাকাউন্ট। বদলাতে হবে পাসওয়ার্ড। অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না জানতে কমেন্টে BFF লিখছেনও অনেকে।

আদতে কতটা সত্যি এই পোস্ট? সত্যিই কি BFF লিখেই বোঝা যাবে অ্যাকাউন্ট নিরাপত্তা?

BFF শব্দের অর্থ 'best friends forever'।

BFF-কে বিশেষ শব্দ তালিকায় রেখেছে ফেসবুক। ঠিক যেভাবে বাংলায় 'অভিনন্দন' ও ইংরেজিতে Congratulation ফেসবুকের বিশেষ শব্দকোষে রয়েছে। কমেন্টে এই শব্দ লিখলেই আসে ভিস্যুয়াল অ্যানিমেশন। শব্দটি পরিবর্তন হয় কমলা রঙে।

BFF-ও তাই টাইপ করলে ভিস্যুয়াল অ্যানিমেশনে 'হাই ফাইভ' দেখায়। শব্দটি সবুজ রঙে পরিবর্তিত হয়।

এবার প্রশ্ন, সবার ক্ষেত্রে এক হচ্ছে না কেন? অনেকেরই তো BFF সবুজ রঙে পরিবর্তিত হচ্ছে না বলে জানিয়েছেন। তাহলে? 

রং পরিবর্তন না হলে বুঝতে হবে ফেসবুক অ্যাপ আপেডটেড নয়। অ্যাপ আপডেট করলে bff-এর রং বদল দেখতে পাবেন আপনিও।

ফেসবুক আপডেট করবেন কীভাবে? 

প্লে স্টোরে গিয়ে ফেসবুক টাইপ করুন। আসবে ফেসবুক। দেখাবে আপডেট অপশন। সেখানে ক্লিক করলেই আপডেট হবে আপনার ফেসবুক অ্যাপ। 

এতখানি পড়ে মনে হচ্ছে, বোকা বনে গেলেন! 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link