Weather Today: ভোরে হালকা শীতের আমেজ, দিন বাড়লেই উধাও ঠাণ্ডা
পড়ে পাওয়া চোদ্দ আনার মতো ভোরে হালকা শীতের আমেজ ফিরল কোলকাতায়। তৈরি হল বসন্তের আদর্শ পরিবেশ। বেলা বাড়লেই অবশ্য সেই আমেজ উধাও। আপাতত গোটা বাংলায় কোথাও ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
ভোরে হালকা কুয়াশা থাকলেও পরবর্তী সময়ে সকালে পরিস্কার আকাশ দেখা যাবে। আজ সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রী। স্বাভাবিক। জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ। ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি শহরে।
দক্ষিনবঙ্গে ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরম। আপাতত জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তির সূচক নিচে থাকবে।
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ হালকা।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যের উঁচু পার্বত্য এলাকায় আগামিকাল পর্যন্ত তুষারপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হালকা তুষারপাতের সম্ভাবনা। এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে।