Japan Earthquake Tsunami: নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ ভূমিকম্পে জাপানে সুনামি! `সূর্যোদয়ের দেশে` বাড়ছে মৃত...

Tue, 02 Jan 2024-11:55 am,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরের প্রথম দিনেই জাপানে ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পের পরই জাপানের উপকূলে আছড়ে পড়ে সুনামি। 

 

ভূমিকম্প ও সুনামিতে জাপানে কমপক্ষে মৃত ৩০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ।

 

নতুন বছরের প্রথম দিনেই জাপানে আঘাত হানে ৭.৬ মাত্রার ভূমিকম্প। জাপানের রাজধানী টোকিও থেকে ৩০০ কিলোমিটার দূরে নোটো এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল।

 

ভূমিকম্পের পরই জাপানে সুনামির সতর্কতা জারি করা হয়। প্রথম সুনামির ঢেউ আছড়ে পড়ে জাপানের টোয়ামা শহরে।

 

১-৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পাড়তে বলে সতর্কতা জারি করা হয়। প্রসঙ্গত, গত সোমবার থেকে এখনও পর্যন্ত জাপানমে মোট ১৫৫ বার ভূকম্পন হয়েছে। 

 

ওদিকে ভূমিকম্পের জেরে জাপানের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত জল ছড়িয়ে পড়েছে।

 

তবে তা বিদ্যুৎকেন্দ্রের ভিতরেই রয়েছে। তা থেকে বিপদের সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link