ICC Test Rankings | IND vs BAN: সিরিজের সেরা হয়েও পপাত চ! সতীর্থই কাড়লেন অশ্বিনের সিংহাসন, এখন বিশ্বের ১ নম্বর কে?
ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরুর আগে রবিচন্দ্রন অশ্বিন ছিলেন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার। তবে বাংলাদেশকে দুই ম্য়াচের টেস্ট সিরিজে ২-০ হোয়াইটওয়াশ করার পরেই টেস্ট ক্রমতালিকায় হেরফের ঘটে গেল। অশ্বিনকে সরিয়ে বিশ্বের ১ নম্বর টেস্ট বোলার এখন বুমরা। জানিয়ে দিল আইসিসি। এখন অশ্বিন বিশ্বের তিন নম্বর টেস্ট বোলার।
চেন্নাই-কানপুর মিলিয়ে ২ টেস্টে বুমরা ৪৯ ওভার বল করেছেন। তুলে নিয়েছেন ১১ উইকেট। অশ্বিনও পেয়েছেন ১১ উইকেট। ১১৪ রানও করেছেন অশ্বিন। হয়েছেন সিরিজের সেরাও। তবুও পপাত চ! বুমরার বোলিং গড় ছিল ১২.৮২! যা অশ্বিনের থেকে অনেক ভালো।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়,অশ্বিনেকে সরিয়ে এক নম্বর হয়েছিলেন বুমরা। তিন ধাপ উপরে উঠে শীর্ষস্থানে উঠেছিলেন তিনি। তিনি প্রথম ভারতীয় পেসার হিসেবে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হয়েছিলেন। বুমরার আগে কপিল দেব রেট্রোস্পেক্টিভ টেস্ট বোলারদের টেবলে ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিং পেসার ছিলেন। প্রাক্তন ভারত অধিনায়ককে ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারির মধ্যে দুয়ে ছিলেন।
বুমরা চলতি বছর টেস্টে সর্বাধিক উইকেট শিকারি। ২০২৪ সালের শুরু থেকে, বুমরা ১৪.৪২- এর স্ট্রাইক রেটে ৩৮ উইকেট নিয়েছেন। বুমরার পাশাপাশি শ্রীলঙ্কার স্পিনার প্রবাথ জয়সূর্যও ৩৮ উইকেট নিয়েছেন। কিন্তু ভারতের স্পিডস্টারের তুলনায় তার স্ট্রাইক-রেট অনেক বেশি।
বুমরা জানিয়েছে যে, চলতি মরসুমে ভারতের বাকি সব টেস্ট ম্যাচ খেলার আশা করছেন তিনি। ভারত এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট খেলবে এবং তারপর রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।