Jio Phone-এ এল WhatsApp, জেনে নিন কী ভাবে ইন্সটল করতে হবে

Tue, 11 Sep 2018-4:40 pm,

অবশেষে Jio Phone-এ এল হোয়াটসঅ্যাপ। সোমবার রাতে একথা জানিয়েছে Jio. জিও ফোন ও জিও ফোন ২-তে ব্যবহার করা যাচ্ছে WhatsApp. জিও স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে বহুপ্রচলিত মেসেজিং অ্যাপটি। 

সোমবার রাতে জিও স্টোরে ফুটে ওঠে হোয়াটসঅ্যাপ ডাউনলোডের অপশন। জিওর তরফে জানানো হয়েছে ২০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত জিওফোনে ডাউনলোড করা যাবে অ্যাপলিকেশনটি। 

জিও ফোন লঞ্চ হওয়ার পর থেকেই সবার অভিযোগ ছিল, হোয়াটসঅ্যাপের ব্যবস্থা নেই এই ফোনে। জিওর তরফে জানানো হয়েছিল নতুন ফোনে হোয়াটসঅ্যাপের সুবিধা দিতে কাজ করছে তারা। গত জুলাইয়ে সংস্থার বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি জানান, ১৫ অগাস্ট থেকে জিওফোনে মিলবে হোয়াটসঅ্যাপ। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে জিওফোনে হোয়াটসঅ্যাপ দিতে পারেনি জিও। 

জিও ফোন চলে কাই ওস-এ। সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যান্ডরয়েড, আইওএস-এর মতো নতুন প্ল্যাটফর্মেও হোয়াটসঅ্যাপের যাবতীয় মেসেজ থাকবে এনক্রিপটেড। 

কী করে Jio Phone-এ ডাউনলোড করবেন হোয়াটসঅ্যাপ?

Jio Phone-এ হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে প্রথমে মেনুতে ক্লিক করুন। 

এর পর জিও স্টোর সিলেক্ট করুন। 

স্ক্রল করে WhatsApp সিলেক্ট করুন। 

এর পর ইন্সটল ক্লিক করুন।

কিছুক্ষণ অপেক্ষার পর আপনার ফোনে ইন্সটল হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ইন্সটল হলে একটি পপ আপ নোটিফিকেশন পাবেন আপনি। 

অ্যান্ডরয়েড, আইফোনের মতো জিওফোনেও প্রায় একই রকম দেখতে হোয়াটসঅ্যাপ। তবে অ্যাপলিকেশনটি লোড হতে বেশ কিছুক্ষণ সময় লাগছে বলে অভিযোগ করেছেন অনেকে। মেসেজ, গ্রুপ চ্যাটের পাশাপাশি জিও ফোনে হোয়াটসঅ্যাপে করা যাবে ভয়েস মেসেজও। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link