স্মরণে `জয়া আম্মা`, জয়ললিতার মৃত্যুবার্ষিকীতে `থালাইভি`র ছবি পোস্ট করলেন কঙ্গনা
থালাইভি' ছবিতে 'তামিলনাড়ু'র প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। ৫ ডিসেম্বর, শনিবার জয়ললিতার চতুর্থ মৃত্যুবার্ষকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সিনেমার শ্যুটিং সেটের বেশকিছু ছবি শেয়ার করেছেন কঙ্গনা রানাউত।
ছবিগুলি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ''জয়া আম্মার মৃত্যুবার্ষিকীতে, আমাদের থালাইভি : দ্য রেভলিউশনারি লিডার চলচ্চিত্র থেকে কিছু ছবি। আমার দলের সবাইকে ধন্যবাদ, বিশেষত বিজয় স্যারকে, যিনি ছবিটি শেষ করতে সুপার হিউম্যানের মতো কাজ করছেন, আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা''।
গতবছরই 'থালাইভি : দ্য রেভলিউশনারি লিডার' ছবির পোস্টার মুক্তির পর বিতর্ক তৈরি হয়। সমালোচকরা বলেন, কঙ্গনা নাকি মুখে কেজি কেজি মেক-আপ ব্যবহার করে আম্মার লুক আনার চেষ্টা করেছিলেন। অভিনেত্রীর অনুরাগীরা অবশ্য তাঁর পাশে দাঁড়ান।
লকডাউনের কারণে বহুদিন শ্যুটিং বন্ধ ছিল, তবে গত অক্টোবর থেকেই ফের শ্যুট শুরু করেন কঙ্গনা। শ্যুটিং শুরুর পর ছবির সেট থেকে বেশকিছু ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।
যে ছবিতে শাড়ি পরে, চুলে বেনী বেঁধে বিধানসভা চলছে এমনই একটি দৃশ্যে দেখা যায় থালাইভি রূপী কঙ্গনাকে।
'থালাইভি' ছবিটির পরিচালনায় দেখা গিয়েছে A.L বিজয়কে। এই ছবিতে কঙ্গনা ছাড়াও দেখা যাবে অভিনেতা অরবিন্দ স্বামীকে। অভিনেত্রী ও রাজনৈতিক নেত্রী, জয়ললিতার জীবনের দুটি দিকই উঠে আসবে এই ছবিতে। ছবিটি হিন্দি ছাড়াও, তামিল ও তেলুগুতেও মুক্তি পাবে।