লকডাউনে আত্মজীবনী লিখছেন `ঘরবন্দি` প্রাক্তন ক্রিকেটার
করোনার কারণে সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, প্রত্যেকেই গৃহবন্দি। বন্দিদশায় কাটছে জীবন।
দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন ... হোম কোয়ারেন্টাইনে সবাই কিছু না কিছু করে সময় কাটানোর চেষ্টা করছেন।
হাতে এখন অনেকটা সময়, অবসরে তাই আত্মজীবনী লেখা শুরু করলেন সদ্য রঞ্জি জয়ী সৌরাষ্ট্রের কোচ কারসন ঘাউড়ি।
আপাতত হাতে কলমেই লিখছেন কারসন ঘাউড়ি। লিখতে লিখতে বছর শেষ হয়ে যেতে পারে । ক্রিকেট জীবন থেকে কোচিং জীবন দুটোই থাকছে ঘাউড়ির আত্মজীবনীতে।
১৯৭৪ সালে টেস্ট অভিষেক হয় কারসন ঘাউড়ির। ৩৯ টি টেস্টে ১০৯টি উইকেট নিয়েছেন তিনি। খেলেছেন ১৯টি ওয়ানডে ম্যাচ।