২৮ বলে ৭২ রান! আইপিএলের আগে ঝড় তুলে পোলার্ডের বার্তা, ``আমি আসছি``
২৮ বলে ৭২ রান। সিপিএলে পোলার্ড-ঝড়। আইপিএলের আগে কায়রন পোলার্ডের এমন ইনিংস দেখে মুম্বই শিবিরে স্বস্তির হাওয়া।
১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হওয়ার কথা। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই-মু্ম্বই। তবে চেন্নাই শিবিরে ১৩ জন করোনা পজিটিভ। ফলে বিসিসিআই সূচি বদলের কথা ভাবছে। সেক্ষেত্রে প্রথম ম্যাচ মুম্বইকে হয়তো অন্য কোনও দলের বিরুদ্ধে খেলতে হবে।
সিপিএল-এ বার্বাডোজ ট্রাইডেনজ ও ত্রিনবাগো নাইট রাইডার্সের ম্যাচে পোলার্ডের ঝোড়াে ইনিংস নিয়ে এখন চর্চা চলছে।
২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৮ রান করেছিল বার্বাডোজ। রান তাড়া করতে নেমে ৬২ রানে পাঁচ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে নাইটরা।
সাত নম্বরে ব্যাট করতে নেমে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন পোলার্ডড। ২৮ বলে করেন ৭২ রান। নটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। তাঁর দাপটে ম্যাচ জেতে নাইটরা। ছয় ম্যাচে পর পর ছটি জিতল নাইটরা।