Swachhata Hi Seva campaign: স্বচ্ছতার প্রচারে প্রধানমন্ত্রীর সঙ্গে অঙ্কিত বাইয়ানপুরিয়া, জানুন এই তরুণ সম্পর্কে
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'স্বচ্ছতা হি সেবা'-র প্রচারে সামিল অঙ্কিত বাইয়ানপুরিয়া। তাঁর সঙ্গে কথায় ফিটনেস ও স্বচ্ছতার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী। মোদীকে শারীরিক কসরতের উপরে জোর দেওয়ার অনুরোধ করলেন অঙিকত।
ফিটনেস গুরু হিসেবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অঙ্কিত বাইয়ানপুরিয়া। প্রধানমন্ত্রীকে অঙ্কিত জানিয়েছেন দিনে অন্তত ৪-৫ ঘণ্টা শারীরিক কসরত করেন তিনি।
সম্প্রতি ৭৫ দিনের একটি ফিটনেস চ্যালেঞ্জ কর্মসূচির প্রচারে নেমেছিলেন অঙ্কিত। গত ২৮ জুন ওই কর্মসূচি শুরু করে তা শেষ করেন গত ১১ সেপ্টেম্বর। তাঁর প্রতিদিনের কসরতের ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ভিডিয়ো তুমুল জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কুস্তি করতে গিয়ে ২০২২ সালে কাঁধে চোট পান অঙিকত। তার পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় ফিটনেস প্রচারে নামেন। ওই ৭৫ দিনের ফিটনেস চ্যালেঞ্জের পর মাত্র ২৮ দিনে সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার হয়েছে ২৫ লাখ।
হরিয়ানার সোনিপথের বাসিন্দা অঙ্কিত। সোনিপথের কলেজ থেকেই স্নাতক হন। এক সময়, সাধারণ শ্রমিক, ডেলিভারি বয়ের কাজ করেছে। এখন তাঁকে ফিটনেশ গুরু বলেই মানুষ জানে।