Holi 2023 in Tollywood: লাগল যে দোল! রঙের উৎসবে মাতোয়ারা কোয়েল-শুভশ্রী-শ্রাবন্তী...

Tue, 07 Mar 2023-4:57 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দোলে ডবল সেলিব্রেশন শ্রাবন্তীর। আর হবে নাই বা কেন, রঙের উৎসবের পাশাপাশি মঙ্গলবার শ্রাবন্তীর বাবার জন্মদিন। ছবি সৌজন্য: Srabanti Instagram

 

স্ত্রী শুভশ্রী ও ছেলে ইউভানের সঙ্গেই দোল সেলিব্রেট করছেন রাজ চক্রবর্তী। ছবি সৌজন্য: Raj Instagram

 

বাবা-মার সঙ্গে রঙের উৎসবে মেতেছিলেন কোয়েল। ছবি সৌজন্য: Koel Instagram

 

শুধু বাবা-মাই নয়, কোয়েল রঙ খেলেছেন ছেলের সঙ্গেও। ছবি সৌজন্য: Koel Instagram

 

হাতে আবিরের থালা নিয়ে ফ্যানেদের দোলের শুভেচ্ছা জানিয়েছেন মিমি। ছবি সৌজন্য: Mimi Instagram

 

প্রতিবারের মতো এবছরও একে অপরকে রাঙিয়ে দিলেন জনপ্রিয় জুটি নীল-তৃণা। ছবি সৌজন্য: Trina Instagram

 

পুরনো ছবি দিয়ে একটি দোল স্পেশাল ভিডিয়ো পোস্ট করেছেন পাওলি দাম। ছবি সৌজন্য: Paoli Instagram

 

দোলে সাধারণত সবাই সাদা পোশাক পরেন, তবে এবার রঙের উৎসবে হলুদ শাড়ি বেছে নিয়েছেন সোহিনী। ছবি সৌজন্য: Sohini Instagram

 

আবির নিয়ে খেলায় মেতেছেন মধুমিতা। ছবি সৌজন্য: Madhumita Instagram

 

সাদা শার্টে ও জিন্সে রঙের উৎসবে মাতোয়ারা সুস্মিতা চট্টোপাধ্যায় ছবি সৌজন্য: Susmita Instagram

 

আবিরে একে অপরকে রাঙিয়ে দিলেন গৌরব-রিধিমা। ছবি সৌজন্য: Ridhima Instagram

 

বন্ধুদের সঙ্গে মঙ্গলবার সকাল থেকে রঙের উৎসবে মেতেছেন পূজারিণী ঘোষ। ছবি সৌজন্য: Pujarini Instagram

 

শুধু নায়ক-নায়িকারাই নয়, রঙের উৎসবে মেতেছেন জনপ্রিয় গায়িকা জোজো।

 

দোলের উৎসবে মেতেছেন ঋত্বিকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি ভিডিয়ো। ছবি সৌজন্য: Rittika Instagram

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link