দেড় বছরের কঠোর পরিশ্রম, স্বাধীনতা দিবসে তাক লাগাল কলকাতা পুলিসের স্টান্ট টিম
১) বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবসে রেড রোডে আয়োজন করা হয়েছিল শোভাযাত্রার। সেখানে তাক লাগাল কোলকাতা পুলিশের মোটর সাইকেল টিম 'টর্নেডোজ'।
২) কলকাতা পুলিসের ঐতিহ্যবাহী লাল বুলেট। সেই বাইকে করেই একের পর এক দুর্ধর্ষ স্টান্ট দেখালেন 'টর্নেডোজ'-এর সদস্যরা। কখনও চলন্ত বাইকে মই বেয়ে উঠে পড়লেন পুলিসকর্মীরা। মইয়ের উপরেই দাঁড়িয়েই করলেন স্যালুট। কখনও দুই হাত ছেড়ে বাইকের সিট এ দাঁড়িয়ে পড়লেন দুজনে। তার পর একজন চড়ে বসলেন অপর জনের পিঠে। তারপর পিঠে চড়া পুলিসকর্মী বাজালেন গিটার। বৃষ্টিভেজা পিচ্ছিল রাস্তা উপেক্ষা করেই স্টান্টের প্রদর্শনী করলেন তাঁরা।
৩) গত বছর মার্চ মাসে তৈরী হয় কলকাতা পুলিসের এই স্টান্ট টিম। বাইক চালানোয় দক্ষ ও অত্যন্ত্য শারীরিক ফিটনেস-সহ যুবক-যুবতীদের বেছে নেওয়া হয় টর্নেডোজ-এর সদস্য হিসাবে। তারপর কলকাতা পুলিসের ট্রেনিং স্কুলে দেড় বছর ধরে চলেছে অত্যন্ত্য কঠোর ট্রেনিং। তার জেরেই আজ বাজিমাত করল টর্নেডোজ।
৪) টর্নেডোজ-এর অবিশ্বাস্য মোটর সাইকেল স্টান্ট দেখে অভিভুত হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অবাক হয়ে যান উপস্থিত অতিথি ও দর্শকরাও। আপ্লুত মুখ্যমন্ত্রী টর্নেডোজ টিমের সদস্যদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করেন।